ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে বিমানের ৫ শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ১২ আগস্ট ২০১৭

প্রচণ্ড বজ্রপাত ও মুষলধারে বৃষ্টির কারণে চীনে বিমানসেবা মারাত্মক ব্যাহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী বেইজিংয়ের বিমানবন্দর থেকে বিশ্বের অন্যান্য দেশে যাতায়াতকারী শত শত বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বৃষ্টি এবং বাতাসের কারণে বেইজিংয়ে ভূমিধসের শঙ্কা রয়েছে। এক সপ্তাহ আগে একই এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বেইজিং শহর কর্তৃপক্ষ শনিবার বিকালের দিকে আবহাওয়ার সতর্ক বার্তা কমলা থেকে হলুদে উন্নীত করেছে। এতে বলা হয়েছে, বেইজিংয়ে বজ্রপাত, শিলাবৃষ্টি ও প্রচণ্ড বাতাস-সহ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেইজিং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ৫০০ ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া ১৮২টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

চীনা সামাজিক যোগাযাগমাধ্যম উইবো অ্যাকাউন্টে এয়ার চায়না লিমিটেড বলছে, তাদের ১৩৭টি বিমানের উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন