ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গণতন্ত্র রক্ষার ডাক নওয়াজের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ এএম, ১১ আগস্ট ২০১৭

পানামা পেপার্স কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের রায়ে অল্প কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ হারাতে হয়েছে নওয়াজ শরীফকে। ক্ষমতা হারানোর পর এবার গণতন্ত্র রক্ষার ডাক দিলেন এই প্রাক্তন প্রধানমন্ত্রী। কেউ কেউ আবার এতে নওয়াজের নতুন চালের ইঙ্গিত পাচ্ছেন।

বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে রাওয়ালপিন্ডিতে এক বিশাল সভায় নিজের ক্ষোভ প্রকাশ করে নওয়াজ বলেন, ‘নিজের শাসনের সময়সীমা শেষ হওয়ার আগেই আমাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এ আর নতুন কী! পাকিস্তানে তো গত ৭০ বছর ধরেই চলে আসছে এই ইতিহাস। এখনও পর্যন্ত এর কোনও হেরফের হয়নি।’

পাক প্রধানমন্ত্রীরা কখনও নিজেদের শাসনের সময়সীমা পূরণ করে উঠতে পারেননি। প্রায় প্রত্যেক প্রধানমন্ত্রীই গড়ে দেড় বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন। গণতন্ত্রকে বাঁচানোর জন্য মানুষের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন, ‘প্রতিজ্ঞা করুন, নিজেদের প্রধানমন্ত্রীকে এভাবে অপমানিত হতে দেবেন না।’

নওয়াজের দাবি, এ নিয়ে তার সঙ্গে তিন বার এমন ঘটনা ঘটল। তাই নির্বাচিত পরবর্তী প্রতিনিধির সঙ্গেও এমনটাই হতে পারে। সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘এটা কি আপনাদের ভোটের অপমান নয়?’

সুপ্রিম কোর্টের ভূমিকার সমালোচনা করে তিনি জানান, দুর্নীতির কোনও অভিযোগ তো ছিল না। তাতেও তাকে কেন এভাবে পদচ্যুত করা হলো? এটা ইতিহাসের হাতেই ছেড়ে দিলাম। কিন্তু আপনারা কি কোর্টের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন?

টিটিএন/আইআই

আরও পড়ুন