সিরিয়ায় বিদ্রোহী নেতা নিহত
সিরিয়ার অন্যতম বিদ্রোহী গ্রুপ ইসলামিক ফ্রন্টের নেতা হাসান আবোদ এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। রাম হামদানের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবারের ওই বোমা হামলায় মারা যান আরও অন্তত ৪০ জন। ইসলামিক স্টেটই (আইএস) এই বোমা হামলার পরিকল্পনাকারী বলে দাবি করেছে ইসলামিক ফ্রন্ট।
ইসলামিক ফ্রন্ট হলো সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াই করে যাওয়া সাতটি ইসলামিক দলের জোট। এই জোটের আহরার আল-শাম দলের প্রধান নেতা ছিলেন হাসান আবোদ।
কট্টরপন্থী ইসলামিক গ্রুপ হওয়ার পরও ইসলামিক ফ্রন্টের মতাদর্শ, অতিকট্টোরবাদী ইসলামিক সংগঠন আইএসের মতাদর্শের মতো নয়। এ নিয়ে শুরু থেকেই দুটো গ্রুপের মধ্যে বিরোধ বিরাজ করছিল।
পূর্ববিরোধীতার সূত্র ধরেই মঙ্গলবারের বোমা হামলার জন্য আইএসকে দায়ী করেছে ইসলামিক ফ্রন্ট। এর আগে ফেব্রুয়ারিতে আহরার আল-শামের নেতা আবু খালেদ আল-সুরিসহ কয়েকজন সদস্য নিহত হন যে বোমা হামলায়, তার জন্যও আইএসকে দায়ী করেছিল ইসলামিক ফ্রন্ট।