ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্ত্রাসীদের গুলিতে চার সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৯ আগস্ট ২০১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের গুলিতে দেশটির সেনাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক মেজর রয়েছেন। বুধবার ভোরের দিকে খাইবার পাখতুনখাওয়ার লোয়ার দির জেলায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ চেষ্টার সময় ওই প্রাণহানির ঘটনা ঘটে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে সেনা কর্মকর্তাদের নিহতের তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দা কর্মকর্তা মেজর আলি সালমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। লোয়ার দিরের টাইমারজারার শেরোকাই এলাকায় ওই অভিযান চালানো হয়।

আইএসপিআর বলছে, নিরাপত্তা কর্মকর্তারা যখন আস্তানায় অভিযান পরিচালনা করেন; তখন সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। আস্তানায় আত্মঘাতী দুই বোমা হামলাকারী ছিল, পরে তারা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এছাড়া সেনাবাহিনীর গুলিতে অপর এক সন্ত্রাসী নিহত হয়েছে।

অভিযানে সন্দেহভাজন অপর এক সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পাক আইএসপিআর।

সূত্র : ডন।

এসআইএস/পিআর

আরও পড়ুন