ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ বন্যায় সাড়ে ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০৮ আগস্ট ২০১৭

ভেনেজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৪ হাজার ৫শ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে দেশটির একটি বৃহৎ জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রধান দুটি নদী ওরিনোকে ও ক্যারোনি দু’কূল উপচে বলিভার, ডেল্টা আমাকুরো ও অ্যামোজোনাসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যার কারণে ভেনেজুয়েলার বৃহৎ জলবিদ্যুৎ বাঁধের মধ্য দিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছে। বৃহৎ এ জলবিদ্যুৎ থেকে দেশের চাহিদার ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আরএস/জেআইএম

আরও পড়ুন