ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদিকে রাখি পরাবেন পাকিস্তানি নারী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৭ আগস্ট ২০১৭

ভারতে বসবাসকারী এক পাকিস্তানী নারী দুই দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পরান। এবারও তার ব্যতিক্রম হবে না। দাদাকে রাখি পরাতে এবারও তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কামার মোহসিন শেইখ নামের ওই নারী এএনআইকে বলেন, দিল্লিতেই প্রথম পরিচয় হয় নরেন্দ্র দাদার সঙ্গে। খুবই মার্জিত ব্যবহার ছিল তার। দেখা হলেই মাথায় স্নেহের হাত রেখে কেমন আছি জানতে চাইতেন। ২২-২৩ বছর ধরে দাদার হাতে রাখি পরাচ্ছি। এ বছরও রাজধানীতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন দাদা।

বিয়ের পর পাকিস্তান থেকে ভারতে আসেন ওই নারী। বহু বছর ধরে সে দেশেই স্বামী-সংসার নিয়ে সুখে বাস করছেন তিনি। প্রথম নরেন্দ্র মোদিকে রাখি পরিয়েছিলেন তখন মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একজন কর্মী ছিলেন।

কামার মোহসিন বলেন, যখন আমি প্রথম নরেন্দ্র মোদিকে রাখি পরাই তখন তিনি আরএসএস-এর একজন কর্মী ছিলেন কিন্তু নিজের কঠোর পরিশ্রমের কারণে আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন