ভারতে মৃত্যু নিবন্ধনেও ‘আধার কার্ড’ বাধ্যতামূলক
এখন থেকে মৃত্যু নিবন্ধন সনদ পেতেও ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড (১২ সংখ্যা সম্বলিত জাতীয় শণাক্তকরণ কার্ড) প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে।
ভুয়া পরিচিতি সমস্যা দূর করতে আগামী ১ অক্টোবর থেকে মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এ নিয়ম চালু করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৪ আগস্ট প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জম্মু-কাশ্মীর, আসাম ও মেঘালয় ছাড়া দেশের অন্যান্য রাজ্যগুলোতে এই নিয়ম বাধ্যতামূলক হবে ১ অক্টোবর থেকে। তবে ওই তিন রাজ্যে কবে থেকে এ নিয়ম কার্যকর হবে তা পরে জানানো হবে।
তবে যদি কোনো নাগরিকের আধার কার্ড না থাকে, তার ক্ষেত্রে মৃত্যু নিবন্ধনের নির্ধারিত কার্ডের নম্বর উল্লেখ করলেও হবে। কেউ ফর্মে ভুল তথ্য দিলে, ২০১৬ সালের আধার আইন ও ১৯৬৯ সালের জন্ম নিবন্ধন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
এসআর/এমএস