ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০২ আগস্ট ২০১৭

আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৬৩ জন আহতের তথ্য জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর অাল জাজিরার।

হেরাত পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮ টার দিকে হেরাতের মসজিদে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বন্দুকসহ সুইসাইড ভেস্ট পরা দু’জন জঙ্গি মসজিদে উপস্থিত হয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে। তারা দু’জনেই নিহত হয়েছে।

বিস্ফোরণে আহতদের বেশিরভাগই হেরাত শহরের প্রধান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজ্য গভর্নরের মুখপাত্র জালানি ফরহাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাওয়ার অাশঙ্কা রয়েছে।

হেরাতের আইন-প্রণেতা মেহেদি হাদিদ বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই ছিলেন। বিস্ফোরণের বর্ণনা দিতে গিয়ে বিভৎস ও নৃশংস হিসেবে আখ্যা দেন তিনি। তার বিশ্বাস আহত-নিহত মিলিয়ে জাওয়াদিয়া মসজিদে শতাধিক লোক বিস্ফোরণের কবলে পড়েছেন।

মাগরিব এবং এশার নামাজের মাঝামাঝি সময়ে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় মসজিদটিতে তিন শতাধিক মুসল্লি উপস্থিত ছিল।

কেএ/আরআইপি

আরও পড়ুন