গুজরাটে বন্যায় দুই শতাধিক প্রাণহানি
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট প্রদেশে বন্যায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে উদ্ধার কর্মকর্তারা শতাধিক মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু গত দু’দিনে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে।
গুজরাটের প্রায় সাড়ে চার লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছরের মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভারতের কমপক্ষে প্রায় ২০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চলীয় আসাম প্রদেশে বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।
তবে দুর্যোগে ওই অঞ্চলের হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আসামের কয়েক হাজার মানুষ বন্যায় তাদের ঘর-বাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে।
আজ আসাম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা করেছে সরকার।
প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রতি বছরই ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আসামের জনগণকে। এই সমস্যা সমাধানের জন্যই তিনি ওই প্রদেশে সফর করবেন।
টিটিএন/এমএস