১০ সপ্তাহেই বিশ্বের দীর্ঘতম পদসেতু তৈরি
খুলে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পদসেতু। সুইজারল্যান্ড এবং ইতালি সীমান্তের জেরমাত ম্যাটার্নহর্নের সুইস আলপিন রিসোর্টে চার্লস কিওনেন সাসপেনশন ব্রিজটি তৈরি করা হয়েছে।
জেরমাত ম্যাটার্নহর্নের এক প্রেস রিলিজে জানানো হয়েছে, দক্ষিণ সুইজারল্যান্ডের ৪৯৪ মিটার দীর্ঘ স্টীলের তৈরি ওই পদসেতুটি জার্মানির টাইটান আরটি সেতুর জায়গা দখল করে নিয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পদসেতুর রেকর্ড ছিল টাইটান আরটির দখলে।
শিনহুয়া নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, মাত্র ১০ সপ্তাহেই সেতুটি তৈরি করা হয়েছে। গত মাসের ২৯ তারিখে সেতুটি খুলে দেয়া হয়। মাটি থেকে ৮৫ মিটার ওপরের এই ব্রিজটি অন্য রকম অভিজ্ঞতা দেবে।
টিটিএন/জেআইএম