সাত সাংবাদিককে মুক্তি দিয়েছে তুরস্ক
দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তুরস্ক সরকার দেশটির সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত ‘কামহুরিয়ত’ পত্রিকার সাত সাংবাদিককে মুক্তি দিয়েছে। গতকাল শনিবার (২৯ জুলাই) তাদের মুক্তি দেয়া হয়। তবে সন্ত্রাসীদের সহায়তা প্রদানের অভিযোগে আরও চারজনকে আটক রাখায় দুঃখ প্রকাশ করা হয়েছে।
মুক্তিপ্রাপ্তিরা হলেন- মুসা কার্ট, বুলেন্ট উকতু, তুরান গুনে, অনদার সিলিক, কেমাল গুংগর, হাকান কারাসিনির এবং গুরাই ওজে। একটি সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।
দেশটির ইস্তানবুলের উপকণ্ঠে সিলিভরী কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। তবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। দোষী সাব্যস্ত হলে ৪৩ বছরের কারাদণ্ড হতে পারে তাদের।
আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?