বন্যায় বিয়ে : হাফ প্যান্ট পরিয়ে বরকে তুলতে হলো কোলে
চারদিকে বানের পানি থৈ থৈ। এরইমধ্যে বিয়ে ঠিক হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বড়বৈনান গ্রামের রিয়ার।
বিয়ে ঠিকে হয়েছে একই জেলার মুগরা গ্রামের চালের আড়ৎদার দেবনাথ মাজিল্যার সঙ্গে।
সে মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৬০ জন বরযাত্রী বাসে করে বর হাজির হন বড়বৈনান গ্রামের মুখে। কিন্তু এসে দেখেন অবস্থা বেগতিক। বিয়ে তো দূরের কথা মেয়ের বাড়ি পৌঁছানোই মুশকিল। অবস্থা এমন যে বিয়েই ভেঙে যাওয়ার উপক্রম।
ঠিক সে সময়ে ছুটে আসেন স্থানীয় তৃণমূল যুব নেতা শ্যামল অধিকারী। বরকে হাফ প্যাণ্ট পরিয়ে কোলে তুলে নিয়ে হাজির হন বিয়ের মণ্ডপে। আর তারপরই সম্পন্ন হয় তাদের বিয়ে।
বিয়ে শেষ রিয়াকেও কোলে তুলে পার করতে হয়েছে গ্রাম।
এমএমজেড/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রচুর অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের
- ২ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ৩ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৪ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৫ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই