ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী পদের অযোগ্য নওয়াজ : সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৮ জুলাই ২০১৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদের অযোগ্য। শুক্রবার পানামা পেপার্স দুর্নীতি মামলায় এই রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

নওয়াজ শরিফের ভাগ্য ঝুলে ছিল পাক শীর্ষ আদালতের রায় ঘোষণার অপেক্ষায়। রায়ে নওয়াজ শরিফ দোষী প্রমাণিত হলে তাকে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে বলে জানানো হয়েছিল। সে আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

Nawaz

তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নওয়াজ শরিফ। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়েই তাকে ক্ষমতা ছাড়তে হবে।

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন নওয়াজ শরিফ। পানামা পেপার্স দুর্নীতি মামলায় নাম উঠে আসার পর থেকেই নানা ধরনের চাপের মধ্যে ছিলেন তিনি।

টিটিএন/এমএস

আরও পড়ুন