ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লন্ডনে দুই বাংলাদেশি অ্যাসিড হামলার শিকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৬ জুলাই ২০১৭

পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকার রোমান রোডে দু’জন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ অ্যাসিড হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে তারা হামলার শিকার হন। খবর গার্ডিয়ানের।

আক্রান্ত তরুণদের একজন ২৪ বছর বয়সী শাখাওয়াত হোসেন এবং অপরজন নিজের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, অক্রান্ত দুজন লোকজনের কাছে তাৎক্ষণিকভাবে সহায়তা চান। তবে তাদের উপর অ্যাসিড হামলার বিষয়টি তারা নিশ্চিত নন। অ্যাসিডের মতো মারাত্মক দাহ্য পদার্থ দিয়ে হামলা হয়েছে। এতে করে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হামলার ওই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি দেশটির পুলিশ।

বাংলাদেশি দু’জন এমন এক সময়ে হামলার শিকার হলেন, যখন একের পর এক অ্যাসিড হামলা নিয়ে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। গত দুই সপ্তাহে লন্ডনে অ্যাসিড-জাতীয় পদার্থ দিয়ে এটি তৃতীয় হামলার ঘটনা।

আক্রান্ত দুই তরুণ বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে গিয়ে সাহায্য চান। ওই সময় নিজেদের উপর অ্যাসিড হামলার অভিযোগ করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ও হাসপাতালকর্মীরা দুই তরুণের আক্রান্ত স্থানে পানি ঢালছেন। পরে তাদের হাসপাতালের ‘বার্ন ইউনিটে’ চিকিৎসা দেয়া হয়।

১৩ জুলাই লন্ডনে পাঁচটি ভিন্ন স্থানে দেড় ঘণ্টার ব্যবধানে অ্যাসিড হামলার ঘটনা ঘটে। এর তিন দিন পর বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল এন্ড এলাকায় দুজনের ওপর অ্যাসিড-জাতীয় তরল দিয়ে হামলা হয়।

কেএ/জেআইএম

আরও পড়ুন