ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে হত্যার দায়ে আসামির শিরচ্ছেদ

প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৭ মে ২০১৫

হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির শিরচ্ছেদ করেছে সৌদি আরব। বুধবারে ওই শিরচ্ছেদসহ এ নিয়ে চলতি বছরে দেশটিতে ৮৯ জনের শিরচ্ছেদ করা হলো।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি নাগরিক ফাহত বিন হুসেইন দাগরিরি অপর এক সৌদি নাগরিককে হত্যায় ভূমিকার জন্য দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়।

কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় যাহান প্রদেশে শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। মানবাধিকার কর্মীরা বিচার প্রক্রিয়ার সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ জানানো সত্ত্বেও এএফপি’র হিসেব অনুযায়ী চলতি বছর দেশটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৮৯ জনের শিরচ্ছেদ করা হয়েছে।

একে/বিএ