ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৬ জুলাই ২০১৭

মুম্বাইয়ের একটি বহুতল ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। মঙ্গলবার ভবনধসে পড়ার ঘটনায় চারতলা ভবনটির মালিক শিব সেনার নেতা সুনীল শিতপকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের পূর্বাঞ্চলীয় ঘাটকোপার এলাকার ওই চারতলা ভবনটিতে ১২টি পরিবার বাস করত। সুনীল শিতপের একটি নার্সিং হোম ছিল ভবনটির নিচতলায়। ওই নার্সিং হোমের সংস্কার কাজ হচ্ছিল।

ধারণা করা হচ্ছে, ওই সংস্কার কাজের কারণেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনীলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আবাসনের বাসিন্দারা বলছেন, গত রাতে তারা বৈঠক করেছেন। সংস্কারকাজের বিষয়ে আপত্তি তুলেছিলেন বেশিরভাগ বাসিন্দা।

mumbai

কংগ্রেস নেতা প্রবীণ ছেড়া ওই দুর্ঘটনার জন্য সুনীলকেই দায়ী করেছেন। প্রায় দু’মাস ধরে নার্সিং হোম বন্ধ রয়েছে। সেখানে গেস্ট হাউস খোলারও পরিকল্পনা ছিল সুনীলের।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তুপের নিচ থেকে এ পর্যন্ত প্রায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজের সময় দুই দমকল কর্মী আহত হয়েছেন।

টিটিএন/পিআর

আরও পড়ুন