ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে দূতাবাস বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৫ জুলাই ২০১৭

তুরস্কে নিয়োজিত দূতাবাস ও সব ধরনের কূটনৈতিক মিশন বন্ধ করেছে ইসরায়েল। জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় দু’জনের প্রাণহানির একদিন পর মঙ্গলবার তুরস্ক থেকে দূতাবাস গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম মা’ন বলছে, তুরস্কে ইসরায়েলি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করতে পররাষ্ট্রমন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। জেরুজালেম ও আল-আকসা মসজিদে ইসরায়েলি নিষেধাজ্ঞার প্রতিবাদে তুরস্কে ইসরায়েলি দূতাবাসে হামলা হতে পারে; এমন আশঙ্কা থেকে ওই নির্দেশ দেয়া হয়েছে।

রোববার জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসে হামলায় দুইজন নিহতের পর তুরস্ক থেকে দূতাবাস গুটিয়ে নেয়ার খবর এল। জর্ডানে ওই হামলায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক সূত্র বলছে, আম্মানের ঘটনার পর সাময়িকভাবে দূতাবাস বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দূতাবাস আবারও চালু করা হতে পারে।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন