স্পা পার্লারের আড়ালে দেহব্যবসা, ১৮ তরুণী গ্রেফতার
স্পা পার্লারের আড়ালে দেহব্যবসার অভিযোগে একাধিক পার্লারে অভিযান চালিয়ে ১৮ তরুণীকে গ্রেফতার করেছে ভারতের রাজস্থান পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে থাইল্যান্ডের ৮ তরুণী রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজস্থানের কোটা এলাকার একাধিক স্পা পার্লারে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় অন্তত ১৮ তরুণীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে থাইল্যান্ডের ৮ তরুণী রয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত তরুণীদের বিরুদ্ধে স্পা পার্লারের আড়ালে অবৈধ দেহব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কয়েকদিন আগে রাজ্যের বেশ কয়েকটি পার্লারে অভিযান চালায় পুলিশ। দেহব্যবসা চালানোর অভিযোগে ওই অভিযান চালানো হয়। পরে অভিযান চালিয়ে একাধিক তরুণীকে গ্রেফতার করা হয়।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার