ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিম তীরে ছুরিকাঘাতে তিন ইসরায়েলির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২২ জুলাই ২০১৭

পশ্চিম তীরের রামাল্লা এলাকায় ছুরিকাঘাতে তিন ইসরায়েলির মৃত্যু হয়েছে। এছাড়া হালামিস এলাকায় হামলার ঘটনায় আরো একজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে ব্যক্তি হামলা চালিয়েছিল তাকে গুলি ছোড়া হয় এবং পরে আটক করা হয়েছে। খবর বিবিসির।

জেরুজালের পবিত্র নগরীতে ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের মাত্র একদিন পরেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। 

পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েক শ’ মানুষ আহত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আল আকসা মসজিদে ইলেক্ট্রিক ডিভাইস স্থাপনের পর থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত রাখা হয়েছে।

এদিকে, ইসরায়েল বলছে এক সপ্তাহ আগে ওই মসজিদের কাছে দুই ইসরায়েলি পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

টিটিএন/এমএস

আরও পড়ুন