ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মস্কোতে মোবাইল মসজিদ

প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৬ মে ২০১৫

ধর্মপ্রাণ মুসলমানরা যাতে যাতায়াতের পথে নামাজ আদায় করতে পারে, সেজন্য মস্কোতে বাসের মধ্যে তৈরি হচ্ছে মোবাইল মসজিদ। মূলত যানবাহনের ভেতরই যাতে প্রত্যেকের নামাজের ব্যবস্থা করে দিতে এই অভিনব মোবাইল মসজিদ বানিয়েছে বাসকর্তৃপক্ষ।

মসজিদটিতে রাখা হয়েছে ওযুর সুব্যবস্থা পাশাপাশি ৬ থেকে ৭জন মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। চলতি বছরে এ ধরণের আরো ৮টি মসজিদ তৈরির পরিকল্পনা রয়েছে প্রকল্পটির প্রধান আইরাত সিমুদের।

ইন্টারনেটে জামায়াতে নামাজ পড়তে আগ্রহীদের ইচ্ছার ওপর ভিত্তি করে মোবাইল মসজিদ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে আইরাত সিমুদ।

অনেক সময় দূরের পথে রওনা হলে পথের মধ্যেই নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। তাই অনেকেই বলছে এ প্রকল্পটি চালু হলে চলতি পথে নামাজ আদায়ে আর কোন অসুবিধা হবে না।

জেআর/এমএস