ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আলাদা পতাকার দাবিতে উত্তাল কর্ণাটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৯ জুলাই ২০১৭

দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটক নিজস্ব পতাকার দাবিতে নয় সদস্যের কমিটি গঠন করেছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে।

তবে শেষ পর্যন্ত কর্নাটক নিজস্ব পতাকা পেতে সক্ষম হলে, জম্মু ও কাশ্মিরের পর তারাই হবে ভারতের দ্বিতীয় রাজ্য যাদের নিজস্ব পতাকা থাকবে।

কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ভারতের সংবিধানে কোথাও কি বলা আছে যে, একটা রাজ্যের আলাদা পতাকা থাকতে পারবে না?

কর্নাটকের লোকজন কন্নড় অধিকারের দাবিতে আন্দোলন করার সময় তাদের হাতে অবধারিতভাবে লাল-হলুদ পতাকা দেখা যায়।

কর্নাটকের একজন আইনি বিশেষজ্ঞের দাবি, সংবিধানে একটি রাজ্যের আলাদা পতাকা নিয়ে কিছু বলা না-থাকলেও সুপ্রিম কোর্ট কিন্তু প্রকারান্তরে এই দাবি মেনে নিয়েছে।

রাজ্যের সাবেক অ্যাডভোকেট জেনারেল রবিবর্মা কুমার বলছেন, একটা রাজ্যের নিজস্ব পতাকা থাকতেই পারে। কিন্তু খেয়াল রাখতে হবে তা যেন কখনো জাতীয় পতাকাকে অসম্মান না করে। রাজ্যের পতাকা সব সময় জাতীয় পতাকার নিচে থাকতে হবে।

সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতি বলেন, প্রতিটা রাজ্য যদি নিজেদের আলাদা আলাদা পতাকা চালু করতে চায়, তাহলে দেশের সংহতি বিপন্ন হতে পারে এই আশঙ্কা থেকেই যায়।

টাইমস অব ইন্ডিয়া

কেএ/জেআইএম

আরও পড়ুন