ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নারীদের যৌন জীবন নিয়ে লেখা বই ঘিরে তুমুল বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৯ এএম, ১৭ জুলাই ২০১৭

নারীদের যৌন জীবন নিয়ে লেখা একটি বই ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ‘দ্য মুসলিমাহ সেক্স ম্যানুয়াল- এ হালাল গাইড টু মাইন্ডব্লোয়িং সেক্স’ নামের এই বই ঘিরেই বিতর্কের শুরু। মুসলিম নারীদের যৌন জীবন নিয়ে  লেখা হয়েছে বইটি। 

তবে বইয়ের লেখিকা নিজের নাম প্রকাশ করা থেকে বিরত থেকেছেন। উম মুলাধত ছদ্মনামে এ বই লিখেছেন তিনি।  সেখানেই একজন মুসলিম নারী কীভাবে সুস্থ যৌন জীবন উপভোগ করতে পারেন, তার নানা পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। 

কিন্তু কেন এমন বই লিখতে গেলেন তিনি?  নিজের ওয়েবসাইটে তার ব্যাখ্যাও দিয়েছেন উম মুলাধত। বই লেখার কিছুদিন আগে এক মুসলিম নারীর সঙ্গে দেখা হয়েছিল তার। ওই নারী লেখিকাকে জানান, বিয়ের পর যৌনতা নিয়ে একাধিক সমস্যায় পড়েছেন তিনি। 

লেখিকার কাছে তিনি এ ব্যাপারে কিছু পরামর্শ চান। এ ঘটনা থেকেই সমস্যা সমাধানের জন্য বই লিখে ফেলেন তিনি। আসলে ওই নারীকে তিনি যা লিখে পাঠিয়েছিলেন, সেটি তার একাধিক বান্ধবীকে দেখান। এরপরই বই হিসেবে তা প্রকাশ করার কথা ভাবেন লেখিকা। গত সপ্তাহে বইটি প্রকাশিত হয়েছে।

এসআইএস/পিআর

আরও পড়ুন