কাশ্মিরে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১
ভারতের জম্মু-কাশ্মিরে অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। রোববার জম্মুর শ্রীনগর জাতীয় মহাসড়কে ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩৫ জন।
এর চার দিন আগে কাশ্মিরের অনন্তনাগে পুণ্যার্থীবাহী একটি বাসে জঙ্গি হামলায় ৭ জন নিহত হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর বানিহালের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
৪০ দিনব্যাপী দক্ষিণ কাশ্মিরের পর্বতে অমরনাথ যাত্রা ২৮ জুন শুরু হয়েছে; শেষ হবে আগামী ৭ আগস্ট। তীর্থযাত্রীদের নিরাপত্তায় ৪০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জম্মুর জ্যেষ্ঠ পুলিশ সুপার রামবান মোহন লাল বলেন, তীর্থযাত্রীবাহী বাসটি জম্মুর শ্রীনগর জাতীয় মহাসড়কের বানিহালের কাছে খাদে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান তিনি।
এসআইএস/আরআইপি