ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনের রাজনৈতিক বন্দি নোবেলজয়ী লি জিয়াবো মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৩ জুলাই ২০১৭

চীনের প্রখ্যাত রাজনৈতিক বন্দী, ভিন্নমতাবলম্বী নেতা ও নোবেলজয়ী লি জিয়াবো মারা গেছেন। বৃহস্পতিবার ৬১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। দেশটির সরকারি কর্মকর্তারা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের মে মাসে লি’র লিভার ক্যান্সার ধরা পড়ে; যখন দেশটির রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি।

চীনা বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মী, যিনি ‘জবরদস্তমূলক নিপীড়ন’ জয়ের উপায় হিসাবে অহিংস প্রতিরোধ বেছে নিয়েছিলেন। ১৯৩৫ সালে জার্মানির নাৎসি শিবিরে বন্দি শান্তিকামী কার্ল ভন ওসিয়েতস্কির পর প্রথম নোবেল জয়ী হিসেবে বন্দিদশায় মারা গেলেন লি জিয়াবো।

ভিন্নমতাবলম্বীদের কারাবন্দি করার ঘটনা চীনে বিরল নয়। সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০০৯ সালে নোবেল জয়ী লি জিয়াবোকে কারাবন্দি করে চীন। তার শাস্তির মেয়াদ এগারো বছর ঘোষণা করা হয়।

২০১০ সালের ৮ অক্টোবর শান্তিতে নোবেল জয় করেন লি জিয়াবো। নরওয়ের নোবেল কমিটি যখন তার নাম ঘোষণা করে, তখন তিনি কারাগারে ছিলেন। নোবেল জয়ের পর থেকেই কারাগারেই ছিলেন তিনি।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন