ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গঙ্গায় বর্জ্য ফেললে ৫০ হাজার রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৩ জুলাই ২০১৭

গঙ্গা নদীর পানির দূষণ রোধে পদক্ষেপ নিয়েছে ভারতের আন্তর্জাতিক গ্রিন ট্রাইব্যুনাল। গঙ্গায় যে কোনো ধরনের বর্জ্য ফেললে ৫০ হাজার রুপি জরিমানা গুণতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশ জারি করেছে ভারতের পরিবেশবিষয়ক এই শীর্ষ আদালত।

বিচারপতি স্বতানত কুমারের নেতৃত্বে আন্তর্জাতিক গ্রিন ট্রাইব্যুনালের একটি বেঞ্চ সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন, গঙ্গার পানিতে আবর্জনা ফেললে যেন ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।

গঙ্গার পানি ছাড়াও হরিদ্বার-উন্নাও দিয়ে বয়ে চলে গঙ্গার পাঁচশ মিটারের মধ্যে কোনো রকম আবর্জনা না ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গঙ্গা ঘাটের একশ মিটারের মধ্যকার এলাকা নো ডেভলপমেন্ট জোন হিসেবে ঘোষণাও দিয়েছেন আদালত।

গঙ্গা এবং এর উপনদীর ঘাটে যে সব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, তার ওপরও নজরদারির জন্য বোর্ডের পক্ষ থেকে উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ডের রাজ্য সরকারকেও নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া চামড়া কারখানার ছড়ানো দূষণ নিয়েও বিশেষ নির্দেশ জারি করেছে আন্তর্জাতিক গ্রিন ট্রাইব্যুনাল। চার সপ্তাহের মধ্যে ক্রোমিয়াম রিকভারি প্লান্ট লাগানোর নির্দেশ দেয়া হয়েছে বানথের এবং উন্নাও এর সব ট্যানারি মালিকদেরকে।

কেএ/এসআইএস/জেআইএম

আরও পড়ুন