ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র কিনবে আইএস!

প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৩ মে ২০১৫

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পাকিস্তানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘুষ দিয়ে আগামী এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্রপাতি কিনতে পারে বলে দাবি করছে আইএস পরিচালিত সাময়িকী দাবাকে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন আইএসের সাময়িকী  দাবাকের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, দুই বছর ধরে আইএসের হাতে জিম্মি ব্রিটিশ ফটোসাংবাদিক জন ক্যান্টলিকে বিভিন্ন বিষয় প্রচারণার কাজে ব্যবহার করে আসছে।

‘সত্যিকারের ঝড়’ নামের ওই নিবন্ধে দাবি করা হয়, আইএস যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইরানের সেনাদের কাছ থেকে ট্যাংক, রকেট লাঞ্চার, ক্ষেপণাস্ত্র ব্যবহার, বিমান বিধ্বংসী ব্যবস্থা দখল করেছে। তবে সংগঠনটি এখনো পারমাণবিক অস্ত্রের মতো ভয়ংকর কোনো অস্ত্র দখল করতে পারেনি। তাই তারা পাকিস্তানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ আছে এমন অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে পারমাণবিক অস্ত্র কিনতে পারে।

ব্যাংকে আইএসের কয়েক`শ কোটি ডলার রয়েছে। সিরিয়া ও ইরাকের বিশাল তেলক্ষেত্র দখলে নিয়ে তেল বিক্রি করছে। তাছাড়া বিভিন্ন দেশ তাদের অর্থ দিয়ে সহায়তা করে থাকে বলে অভিযোগ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এসকেডি/আরএস