সৌদিতে অগ্নিকাণ্ডে ১১ ভারত-বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।
নাজরান পুলিশ বলছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও ছয়জন।
বুধবার দেশটির নাজরানে একটি জানালাবিহীন বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় নাজরান সিভিল ডিফেন্স বলছে, অগ্নিনির্বাপণকর্মীরা একটি পুরনো বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাড়িতে বাতাস চলাচলের কোনো জানালা ছিল না।
টুইটে বলা হয়, দম বন্ধ হয়ে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন। অগ্নিকাণ্ডে হতাহতরা সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।
এদিকে একই দিন তাবুকের একটি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ হাজার বর্গমিটার আয়তনের ওই ফার্মের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন। তাবুকের মুখপাত্র লেফটেন্যান্ট হুসাম আল মাসুদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এসআইএস/আরআইপি