সিঙ্গাপুরে হত্যার অভিযোগে বাংলাদেশি আটক
সিঙ্গাপুরের এক নাগরিকের ওপর হামলা করে তাকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে সেদেশের পুলিশ।
গত ১০ জুলাই সকালে সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র গেইলাং লরং এলাকা থেকে ৪২ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিন সকাল ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে লিম লিইং নামে ওই ব্যক্তির ওপর বাংলাদেশি রানা সোহেল (৩৪) নামে এক ব্যক্তি হামলা করেন বলে অভিযোগ আনা হয়েছে।
দেশটির চ্যানেলনিউজএশিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রানা সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিন সহযোগীকে নিয়ে তিনি এ হামলা চালান। তারা লিমকে কিল-ঘুঁষি মারেন ও মাথায় সজোরে আঘাত করেন। ফুটপাতে মারধরের শিকার লিমের মৃত্যু হয় সকাল ৮টা ৫ মিনিটের দিকে।
এদিকে, ঘটনার দিনই হত্যার অভিযোগে রানা সোহেলকে আটক করা হয়। পরদিন তার তিন সহযোগীর একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।
আগামী ১৮ জুলাই তাকে মালয়েশিয়ার আদালতে হাজির করা হবে। যদি তিনি অপরাধী প্রমাণিত হন বা স্বেচ্ছায় আক্রমণ করেছেন এমন প্রমাণ মেলে তাহলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এসআর/এমএস