বিশ্বের প্রবীণতম জলহস্তীর মৃত্যু
ফিলিপাইনের চিড়িয়াখানায় বিশ্বের সবচেয়ে প্রবীণতম জলহস্তীর মৃত্যু হয়েছে। ম্যানিলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার ৬৫ বছর বয়সী বার্থা’কে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে শরীরের একাধিক অঙ্গের অকার্যকারিতায় তার মৃত হয়েছে বলে উল্লেখ করা হয়।
২.৫ টন ওজনের মহিলা এ জলহস্তী ছিল ম্যানিলা চিড়িয়াখানার সবচেয়ে প্রাচীন বাসিন্দা- জানান চিড়িয়াখানার পরিচালক জেমস দিচ্যাভেস।
তিনি জানান, বার্থা এখানে প্রাণীকুলের মধ্যে পথিকৃৎ ছিল। ১৯৮০ সালে তার সঙ্গী মারা যায়। এ জুটি কোনো সন্তান দিতে ব্যর্থ হয়।
১৯৫৯ সালে ম্যানিলা চিড়িয়াখানা প্রতিষ্ঠার বছরই সাত বছর বয়সী বার্থকে আনা হয়। তবে তাকে কোথা থেকে আনা হয়, এ তথ্য কর্তৃপক্ষের কাছে নেই বলেও জানান তিনি।
ম্যানিলা চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বার্থা ছিল তার সময়ে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জলহস্তী। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের মেসকার পার্ক চিড়িয়াখানায় মারা যায় ৬২ বছর বয়সী ডোনা। ওই সময় ডোনাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জলহস্তী।
বার্থার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া বিরাজ করছে।
সূত্র : এএফপি
এমএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার