ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হিলারির প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে সংশয়

প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কি সামিল হবেন প্রার্থী তালিকায়? তাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে জল্পনা শুরু হলেও, তিনি চুপ৷ এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয় বলেই এদিন জানিয়ে দিলেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷

এদিন মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানে তিনি জানান, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন তিনি। হিলারি আরও বলেন, তিনি যদি প্রেসিডেন্টের দৌড়ে সামিল হন তাহলে নিশ্চিত ভাবেই তার অতীত অবস্থান ও অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা নেবে৷ প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এর আগে বলেছিলেন, ২০১৪ শেষ হওয়ার আগে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু দলের মনোনয়ন হাসিলের দৌড়ে বারাক ওবামার কাছে তিনি হেরে যান।