ইতালিতে ভবনধসে নিখোঁজ ৮
ইতালির নেপলসে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ার ঘটনায় আটজন নিখোঁজ হয়েছে। দক্ষিণাঞ্চলীয় একটি উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে। খবর বিবিসির।
ইতালীয় গণমাধ্যমে জানানো হয়েছে, তোরে আন্নুনজিয়াতা জেলার চারতলা ওই ভবনটিতে দু’টি পরিবার বাস করত। নিখোঁজদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।
তবে ওই ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। প্রতিবেশিরাও কোনো বিস্ফোরণের শব্দ শোনেনি। হঠাৎ করেই ভবনের কিছু অংশ ধসে পড়েছে।
ওই এলাকাটি ভূমিকম্প প্রবণ হলেও ভূমিকম্পের কারণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কাছাকাছি অবস্থিত রেলওয়ের কম্পনের কারণে অথবা নিচতলার সংস্কারকাজের কারণে ভবনটি ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিটিএন/পিআর