ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্প-মেরকেল বৈঠক

প্রকাশিত: ০৮:১২ এএম, ০৭ জুলাই ২০১৭

জি-২০ সম্মেলনের নেতাদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তারা প্রায় এক ঘণ্টা ধরে উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য সংকট, পূর্বাঞ্চলীয় ইউক্রেনের সংঘর্ষ এবং জি-২০ ইস্যু নিয়ে আলাপ করেছেন। জার্মানির এক সরকারি মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে মেরকেল জানিয়েছেন, জি-২০ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির ওপর গুরুত্ব দেয়া হবে। কিন্তু বেশ কিছুদিন আগেই জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আয়োজক দেশ হিসেবে এ বিষয়ে আপোষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন মেরকেল।

এই সম্মেলনেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন ট্রাম্প। প্রায় এক ঘণ্টা তারা বৈঠক করবেন বলে রুশ গণমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন এবং অন্যান্য দেশে রাশিয়ার অস্থিতিশীলতা বন্ধ করতে হবে।

সিরিয়া, ইরানের মত দেশগুলো থেকে রাশিয়ার সমর্থন বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

তিনি রাশিয়াকে সাধারণ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এমন বিবৃতি প্রত্যাহার করেছে ক্রেমলিন।

টিটিএন/এমএস

আরও পড়ুন