ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাগরে ভাসমানদের আশ্রয় দেবে মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২০ মে ২০১৫

সাগরে ভাসমান সাত হাজার অভিবাসীকে সাময়িকভাবে আশ্রয় দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকার। বুধবার মালয়েশিয়ায় অভিবাসী পাচার সমস্যা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী এ সম্মতির কথা জানান।

বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত মানবাপাচার বিষয়ক এক বৈঠকে সাগরে ভাসমানদের এক বছরের জন্য আশ্রয় দিতে সম্মত হয় পররাষ্ট্রমন্ত্রীরা। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আনিফাহ আমান বলেন, সমঝোতার ভিত্তিতে পুনর্বাসন ও প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য এক বছর সময় লেগে যেতে পারে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পুনর্বাসন ও প্রত্যাবাসন প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে সম্পন্ন রা হবে। বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী জেনারেল তানাসাক পাতিমাপরাগর্ন এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এ বিষয়ে একমত পোষণ করেন।

এএইচ/বিএ/পিআর