ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের আগাম কারামুক্তি

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০২ জুলাই ২০১৭

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আগাম কারামুক্তি পেয়েছেন। ২৭ মাস কারাভোগের কথা থাকলেও তিনি দুই তৃতীয়াংশ কারাভোগ করেছেন। জালিয়াতির ঘটনায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল। খবর বিবিসির।

বাণিজ্যমন্ত্রী থাকাকালীন ২০১৬ সালে ঘুষ গ্রহণ এবং বিচারে বিঘ্ন ঘটানোয় তাকে কারাদণ্ড দেয়া হয়। ইসরায়েলে ওলমার্টই প্রথম দেশের কোনো সরকার প্রধান হিসেবে কারাভোগ করলেন।

তিনি ২০০৬ সালে প্রধানমন্ত্রী হন। কিন্তু এর তিন বছর পরেই পুলিশ তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ গঠন করায় তিনি পদত্যাগ করেন।

কেন্দ্রীয় ইসরায়েলের মাসিয়াহু কারাগারে প্রেরণের আগে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি ৭১ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। ২০১৪ সালে ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে নেন ওলমার্ট।

টিটিএন/এমএস

আরও পড়ুন