পরমাণু বোমা কেনার খবর ভিত্তিহীন : সৌদি আরব
ইয়েমেন সংকট ও ইরানকে মোকাবেলা করতে সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে পরমাণু বোমা কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিয়াদ। খবর প্রেস টিভি।
এর আগে মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছিল, গত ৩০ বছর ধরে পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে অর্থের যোগান দিয়েছে সৌদি আরব। আর এর পরিপ্রেক্ষিতে এখন ইসলামবাদের কাছ থেকে তৈরি পরমাণু বোমা কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। ওই কর্মকর্তা আরো দাবি করে বলেছিল সৌদি আরব ইতিমধ্যেই এনপিটিতে সই করেছে।
কিন্তু এমন খবর প্রকাশিত হওয়ার তিন দিনের মাথায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেন, এ জাতীয় খবর নতুন নয়। আর সৌদি আরব কোন জল্পনা-কল্পনা বা গুজব নিয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করে না।
এ খবরে কি বলতে চেয়েছে তা পরিষ্কার নয় উল্লেখ করে ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরো বলেন, গত ১৮ বছর ধরে এমন খবর প্রকাশিত হচ্ছে এবং পরবর্তী আরো অন্তত ১৫ বছর এ জাতীয় খবর প্রকাশিত হতে থাকবে।
জেআর/এমএস