ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শিশুকে বিক্রি করতে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন

প্রকাশিত: ০৭:০৯ এএম, ৩০ জুন ২০১৭

দিল্লির জামা মসজিদ চত্বর থেকে অপহৃত এক শিশুকে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিয়ে বিক্রির চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ নারী হলেন- রাধা, সোনিয়া, সরোজ এবং জান মুহাম্মদ নামে আরো এক ব্যক্তি। জামা মসজিদ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে।

ডিসিপি সেন্ট্রাল মনদীপ সিং রনধাওয়া সাংবাদিকদের জানান, গত ৫ তারিখ এক দম্পতি পুলিশের কাছে এসে তাদের আড়াই বছরের শিশুপুত্রের জামা মসজিদের সামনে থেকে নিখোঁজ হয়েছে বলে জিডি করে যান।

সে অনুযায়ী এসএইচও জামা মসজিদ অনিল কুমারের নেতৃত্বে তদন্ত দল গঠিত হয়। টেলিভিশনে শিশুটির ছবি দিয়ে সন্ধান চালায় পুলিশ।

এর মধ্যেই শিশুর ছবি দিয়ে তার জন্য ১ লাখ ৮০ হাজার দাম ধার্য করে হোয়াটসঅ্যাপে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয় অপহরণকারীরা। এক ব্যক্তি টিভির ছবির সঙ্গে হোয়াটসঅ্যাপের ছবির মিল খুঁজে পেয়ে জামা মসজিদ থানায় খবর দেন।

তারপরই তদন্তে নেমে সরোজের সন্ধান পায় পুলিশ। এর মধ্যেই ধরা পড়ে যাওয়ার ভয়ে একটি শিশুটিকে রঘুবীর নগরে একটি মন্দিরে সামনে ফেলে রেখে পুলিশে খবর দেয় সরোজ। পুলিশ শিশুটিকে উদ্ধার করার পর ওই ফোন নম্বরে ফোন করে তা বন্ধ পায়। তারপরই ওই নম্বরের সূত্র ধরে প্রথমে সরোজ, পরে রাধা, সোনিয়া এবং জান মুহাম্মদকে আটক করা হয়।

টিটিএন/এমএস

আরও পড়ুন