‘গৃহবন্দি’ পদচ্যুত সৌদি যুবরাজ
সৌদি আরবের পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ‘গৃহবন্দি’ রয়েছেন। সম্প্রতি দেশটির রাজার উত্তরাধিকার পদে রদ-বদলের পর তাকে গৃহবন্দি করে রাখা হয়।
সৌদির সঙ্গে ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এবং বর্তমান চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সৌদি বন্দর নগরী জেদ্দায় নিজ প্রাসাদে আটক রাখা হয়েছে নায়েফকে এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
রাজা সালমানের ছেলে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সম্ভাব্য তৎপরতা থেকে বিরত রাখার জন্য সৌদির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো তাকে গৃহবন্দি করে রেখেছে।
এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা এ খবর ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। অবশ্য, এটি যাচাই করার জন্য তাৎক্ষণিক সৌদি তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া, সাবেক যুবরাজকে কতদিন আটক রাখা হবে সে বিষয়েও কিছুই জানা যায়নি।
এমএআর/জেআইএম