ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রকাশিত: ০৯:২২ এএম, ২৬ জুন ২০১৭

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন তিনি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখান থেকেই এক টুইটা বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি লিখেছেন, ‘সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই। এই শুভ দিনে সমাজে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠিত হোক।’

অপরদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লিখেছেন, ‘দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। বিশেষ করে ভারত এবং বিদেশে থাকা মুসলিম ভাই-বোনদের। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুযোগ বয়ে আনুক। যাতে মানব সমাজের সেবায় যুক্ত হতে পারি।’

টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসসহ সভাপতি রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, ‘সকলকে ঈদ মোবারক। এই দিনটি পরিবার ও বন্ধু-বান্ধবদের জীবনে সুখ, সমৃদ্ধি বয়ে আনুক। পরস্পরের প্রতি ভালবাসা ও সম্পর্ক আরও মজবুত হোক।’

উপত্যকাবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন, ‘কাশ্মিরের ভাই-বোন ও প্রিয় শিশুদের ঈদের আন্তরিক শুভেচ্ছা। আমার বিশ্বাস, মানবপ্রেম ও পরোপকারিতার ঈদ উপত্যকায় শান্তি ফিরিয়ে আনবে। ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।’

টিটিএন/পিআর

আরও পড়ুন