ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৫ জুন ২০১৭

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার দেশগুলো ঈদ উদযাপন করছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে।

EID

রাজধানী রিয়াদের জাতীয় ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা।

EID

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার সৌদি, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিকে, বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদ। আর চাঁদ না দেখা গেলে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা।

তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গেল ৮৮ বছর ধরে এসব গ্রামের অধিকাংশ মুসলমান সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন