আমিরাতেও রোববার ঈদ
সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে, সৌদি রব-সহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আমিরাতজুড়ে ঈদ জামাতের সময়সূচি
আবুধাবি- সকাল ৫টা ৪৮ মিনিট, দুবাই- সকাল ৬টা, শারজাহ- সকাল ৫টা ৫২ মিনিট, আজমান- সকাল ৫টা ৫১ মিনিট, ফুজাইরাহ- সকাল ৫টা ৫৪ মিনিট, উম্ম আল কোয়াইন- সকাল ৫টা ৫৬ মিনিট ও রাস আল খাইমাহ- ৫টা ৫৪ মিনিটে।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা