ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মিরে সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭

প্রকাশিত: ০৬:০৯ এএম, ১৭ জুন ২০১৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার কাশ্মিরের দক্ষিণাঞ্চলের আচাবল এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

কাশ্মিরের আচাবলের পুলিশ সুপার পনি বলেন, আচাবলের দক্ষিণে বিদ্রোহীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেছে। এসময় গাড়িতে থাকা পুলিশের পাঁচ সদস্য নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

এর আগে, বৃহস্পতিবার উত্তপ্ত কাশ্মিরের শ্রীনগরে সন্দেহভাজন বিদ্রোহীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর পৃথক গোলাগুলিতে পুলিশের দুই সদস্য নিহত হয়েছে। শুক্রবার নিহত এক পুলিশ সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শত শত মানুষ বিক্ষোভ দেখায়। এ সময় তারা কাশ্মিরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।

পুলিশের মহাপরিদর্শক মুনির আহমেদ খান বলেন, শুক্রবার কাশ্মিরের দক্ষিণের অারওয়ানি গ্রামে দুই বিদ্রোহীর পালিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বিদ্রোহীরা গুলি নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত দুটি বাড়ি উড়িয়ে দিয়েছে।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন