ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করাচি থেকে ফিরে গেল চীনের চার যুদ্ধজাহাজ

প্রকাশিত: ০৬:১২ এএম, ১৬ জুন ২০১৭

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের করাচি বন্দরে চারদিনের শুভেচ্ছা সফর শেষে বেইজিংয়ে ফিরে গেছে চীনা নৌ-বাহিনীর চারটি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তান নৌ-বাহিনীর গণসংযোগ দফতর বলছে, চায়না পিপলস লিবারেশন আর্মির (নৌ-বাহিনী) যুদ্ধজাহাজ চ্যাং চুন, জিং ঝু ও চ্যাও হু পাক সফরের বহরে ছিল। চীনা নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় বহরের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শেন হ্যাও`য়ের নেতৃত্বে করাচি সফর করেছে।

করাচিতে অবস্থানের সময় চীনের ওই চার যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেয়। এছাড়া পাক নৌ-বাহিনী কর্মকর্তাদের সঙ্গে যৌথ আলোচনায় অংশ নেয় চীনা কর্মকর্তারা।

পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশের গাদ্দার গভীর সমুদ্র বন্দরের জন্য চীনা নৌ-বাহিনীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের কাজ চলছে এই বন্দর ঘিরে।

এসআইএস/এমএস

আরও পড়ুন