ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাতার সংকটে কুয়েতের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৫ জুন ২০১৭

কাতারের সঙ্গে ৯ দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের জেরে যে উত্তেজনা দেখা দিয়েছে তা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসায় কুয়েতের প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস।

জাতিসংঘ মহাসচির মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে আনতে কুয়েতের উদ্যোগে সমর্থন জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরাস। একই সঙ্গে কাতার সংকট মোকাবেলায় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্য ইস্যুতে বুধবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহর সঙ্গে অ্যান্টনিও গুতেরাস কথা বলেন। এসময় তিনি কাতার সংকটে কুয়েতের প্রচেষ্টার প্রশংসা করেন।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন