ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১১ জুন ২০১৭

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রোববার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। খবর সিনহুয়া।

এক পুলিশ কর্মকর্তা বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুর জেলায় নিজের বাড়িতে ‘দ্য কে২ টাইমস’ পত্রিকার ব্যুরো চিফ বখশিশ আহমেদের ওপর হামলা করা হয়। ইসলামাবাদ ভিত্তিক পশতু ভাষার খাইবার টেলিভিশনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহতের অফিস থেকে বলা হয়েছে, সাংবাদিক বখশিশ অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়।

পুলিশ জানিয়েছে ইসলামাবাদ থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপশ্চিমে এ ঘটনা ঘটে। ঘটনার পরই হামলাকারীরা পালিয়ে যায়। তবে কোনো গোষ্ঠী বা সংগঠন এখনও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, বিগত ১৫ বছরে পাকিস্তানে অন্তত ১১৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে।

এমএমজেড/পিআর

আরও পড়ুন