ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদির সামনে চীনা টিভির পর্দায় কাশ্মীরহীন ভারতীয় মানচিত্র

প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৫ মে ২০১৫

চীন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রকাশের সময় দেশটির একটি সরকারি টিভিতে কাশ্মীর অংশ ছাড়াই ভারতের মানচিত্র দেখানো হয়েছে। এই নিয়ে ভারতের মিডিয়াগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। মিডিয়া গুলো বলছে শুধু টিভিতে নয় একই চিত্র তাদের ওয়েব সাইটেও প্রকাশিত হয়েছে।

বিষয়টি নরেন্দ্র মোদির চোখ এড়ায়নি। তিনি এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও ভারতের একটি মানচিত্র শেয়ার করেন। যেটাতে কাশ্মীর অংশকে বাদ রাখা হয়েছে। এটি নিয়ে ফেসবুকে চলছে সমালোচনা।

উল্লেখ্য, গত মাসে আল জাজিরা টিভি চ্যানেল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশকে বাদ রেখে মানচিত্র প্রকাশ করায় সেদেশে ৬ দিনের জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার।

জেআর/এমএস