ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

থেরেসার দুই উপদেষ্টার পদত্যাগ

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১০ জুন ২০১৭

ব্রিটেনের আগাম নির্বাচনে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় না হওয়ায় সমালোচনা করে প্রধানমন্ত্রী থেরেসা মে’র ঘনিষ্ঠ দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন।

বিবিসি বলছে, উপদেষ্টা নিক টিমোথি ও ফিওনা হিলকে ছাঁটাই করা না হলে থেরেসা মে নেতৃত্বের চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন বলে আগেই বুঝতে পেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। টিমোথি বলেছেন, হতাশাজনক নির্বাচনী ফলাফল ও ব্যাপক সমালোচিত নির্বাচনী ম্যানিফেস্টো নির্ধারণে ব্যর্থতার দায় স্বীকার করছেন তিনি।

লেবার পার্টি বলছে, প্রধানমন্ত্রীর জন্য ওই দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সহকারী রাজনৈতিক সম্পাদক নরেন স্মিথ বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কনজার্ভেটিভ পার্টি ব্যর্থ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই উপদেষ্টার বিদায় নেয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছুটা স্বস্তিকর নিশ্বাস নিতে পারছেন।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন