ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতীয় ৩৯ জিম্মিকে হত্যা করেছে আইএস

প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৫ মে ২০১৫

বর্তমান বিশ্বে সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী সংগঠন হিসেবে সবার কাছে পরিচিত ইরাকের ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি শুরু থেকেই শত শত মানুষকে বিভিন্ন সময় হত্যা করে তাদের শক্তির জানান দিয়েছে। আর তাদের এই হত্যা তালিকায় সর্বশেষ যোগ হলো ৩৯ জন ভারতীয় নাগরিক। খবর: টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটির খবরে বলা হয়, আইএস’এর বন্দী শিবির থেকে পালিয়ে আসা এক ভারতীয় নাগরিক দাবি করেছেন, তার সঙ্গে থাকা ৩৯ ভারতীয় জিম্মিকে হত্যা করেছে আইএস। তাদের সঙ্গে বাংলাদেশী জিম্মিরাও ছিল বলে জানিয়েছেন তিনি।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার এ দাবিকে নাকচ করেছেন। ভারতীয় জিম্মিরা এখনো জীবিত আছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার হার্জিত মাসিহ নামের ২৫ বছর বয়সী ওই যুবক চন্ডিগড়ের পার্শ্ববর্তী মোহালিতে গণমাধ্যমকে জানান, আইএস যোদ্ধারা ৪০ জন ভারতীয় ও ৫০ বাংলাদেশীকে অপহরণ করে অন্য একটি স্থানে নিয়ে যায়। মাসিহ বলেন, ‘তারা নিশ্চিত করে যে, আমাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে এবং দেশে ফেরার অনুমতি দেওয়া হবে।’

এদিকে বৃহস্পতিবার অপহৃতদের পরিবারের সদস্যরা নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে গেলে তিনি মাসিহর দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, তার অন্তত সাতটি সূত্র রয়েছে যারা নিশ্চিত করেছে যে, ভারতীয় জিম্মিরা বেঁচে আছে। তার (মাসিহ) কথা বিশ্বাস করা যায় না বলেও উল্লেখ করেন সুষমা।

উল্লেখ্য, গত বছরের ১১ জুন ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে ওই ভারতীয়দের অপহরণ করে আইএস যোদ্ধারা। অপহৃতদের বেশিরভাগই দেশটির পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

জেআর/এমএস