ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে তালেবান বিরোধী অভিযানে ৯শ জঙ্গি নিহত

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

গত জুনে উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী ব্যাপক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ শতাধিক জঙ্গি ও ৮২ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

করাচি বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলার পর আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান থেকে বিদ্রোহীদের ঘাঁটি নির্মূলে পাকিস্তান সামরিক বাহিনী এ অভিযান শুরু করে। উত্তর ওয়াজিরিস্তান জেলাকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের যোদ্ধাদের ভূস্বর্গ বলা হয়। এ জেলার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে সেখানে বিমান, গোলন্দাজ, মর্টার ও স্থল বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায় পাকিস্তান।

সামরিক বাহিনী জানায়, উত্তর ওয়াজিরিস্তানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৯০ কিলোমিটারব্যাপী একটি সড়ক বরাবর এবং মিরনশাহ ও মীরালী শহর বিদ্রোহী মুক্ত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, অভিযান শুরুর পর থেকে ৯শ’ ১০ সন্ত্রাসী ও ৮২ সৈন্য নিহত এবং ২শ’ ৬৯ জন আহত হয়েছে।

সামরিক বাহিনীর তথ্যানুযায়ী, সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ, মিরালি, দত্ত খেল, বয়া ও দেগান শহর থেকে সন্ত্রাসীদের নির্মূল করেছে নিরাপত্তা বাহিনী।