ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৩:২৪ এএম, ০৮ জুন ২০১৭

বেশ কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশের পূর্বাঞ্চলীয় উপকূলে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওনসান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পরিসরের। ক্ষেপণাস্ত্রগুলো ২শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে।

এ বছর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। তবে সবগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষাই সফল হয়নি। উত্তর কোরিয়া সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ।

দেশটির ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এর আগেও বেশ কয়েকবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এগুলো সফল হয়নি।

গত মে মাসে উত্তর কোরিয়া দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এটি ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন