ইরানে হামলায় নিহত ৭
ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনে ঢুকে বন্দুকধারীদের গুলি ও খোমেনির মাজারে হামলায় এ পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্স।
এএফপির খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও আহত হয়েছেন আটজন। কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে।
ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তারক্ষীর পায়ে গুলি করে। গুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পার্লামেন্টের সব দরজা বন্ধ করে দেয়া হয়।
পার্লামেন্টের জ্যেষ্ঠ এমপি ইলিয়াস হাজরাতি জানিয়েছেন, দুটি কালাসনিকোভ রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে তিনজন হামলাকারী পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে।
হামলার পরপরই পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে অবস্থান করছেন। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়।
এআরএস/জেআইএম